আমুদরিয়া নিউজ : দিল্লিতে লালকেল্লার সামনে গত সোমবার সন্ধ্যায় বিস্ফোরণ ঘটনার ষড়যন্ত্রের মূল অভিযুক্ত চিকিৎসক মুজাফফর রাঠের ফেরার। সন্দেহ করা হচ্ছে, সে আফগানিস্তানে গা ঢাকা দিয়েছে। এবার তার বিরুদ্ধে রেড কর্নার জারি করতে চাইছেন গোয়েন্দারা। সে জন্য ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। মুজাফফর আরেক অভিযুক্ত ড. আদিল আহমেদ রাঠেরের ভাই।