আমুদরিয়া নিউজ : একটা, দুটো নয, অন্তত ৩৫টি প্রশ্ন তুলে ফের আদালতের হস্তক্ষেপ চাইলেন আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। শনিবার তাঁরা সিবিআই তদন্তের ব্যাপারে ওই সব প্রশ্ন তুলে আদালতে একটি ফাইল জমা দেন। তাতে মূলত তদন্তে কোন কোন প্রশ্নের উত্তর মেলেনি সেই ব্যাপারে লেখা হয়েছে. ঘটনাচক্রে, মূল অভিযুক্ত সঞ্জয়ের আইনজীবীও অনেক প্রশ্ন তুলেছেন যা নিহত তরুণীর বাবা-মায়ের বক্তব্যের সঙ্গে মিলছে।
যেমন, সঞ্জয় একা এই কাণ্ড ঘটাতে পারে না বলে সঞ্জয়ের আইনজীবী দাবি করেছেন। এই মামলার শুনানি চলবে।