আমুদরিয়া নিউজ : ২০০২ সালের ভোটার তালিকা নাম নেই। কেউ আবার খুঁজে পাচ্ছেন না কোথায় নাম রয়েছে। কাউকে আবার নাম তোলানোর জন্য ফর্ম দেওয়া হয়েছে। এমনই নানা অভিযোগ, আতঙ্কের জেরে রাজ্যে আরও ৩ জনের অস্বাভাবিক মৃত্যুতে এসআইআরের-এর বিষয়টি জড়িয়ে গিয়েছে বলে অভিযোগ। রাজ্যের শাসক দল তৃণমূল এই অভিযোগ তুলেছে। কারণ পর পর ৩টি অস্বাভাবিক মৃত্যুর খবর এসেছে।
এক নম্বর হল, শেওড়াফুলিতে এক মহিলার ঝুলন্ত দেহ মিলেছে। তাঁর নাম বিতি দাস (৪৮)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন। ভোটার তালিকায় নাম নেই কেন এই আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ।
দ্বিতীয় ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপির। সেখানে পঞ্চায়েতের কালীচরণপুর এলকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে. ৪০ বছর বয়সী শাহাবুদ্দিন পাইক এসআইআর হওয়ার পর থেকে আতঙ্কে ভুগছিলেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসীদের একাংশ। জলপাইগুড়ির ধূপগুড়ির বারঘরিয়ার দক্ষিণ ডাঙাপাড়ার লালুরাম বর্মন শুক্রবার অস্বাভাবিকভাবে মারা গিয়েছেন। তাঁর নাম ভোটার তালিকায় খুঁজে পাননি বলে কয়েকজন জানিয়েছেন। তিনি বিএলও-র কাছ থেকে ফর্ম নিলেও আতঙ্কে ছিলেন বলে কয়েকজনের অভিযোগ। তৃণমূল এসআইআর নিয়ে আতঙ্ক ছড়ানোর কড়া সমালোচনা করেছে। বিজেপি অবশ্য দাবি করেছে, এসআইআর নিয়ে কোনও আতঙ্ক ছড়ানো হয়নি।
Leave a Comment