আমুদরিয়া নিউজ : জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, সিদ্ধান্ত কার্যকর করতে দেরি কেন হচ্ছে সেই প্রশ্নের মুখে পড়েছেন লন্ডনের মেয়র। লণ্ডনের মেয়রের সাফাই, জুয়া তো অনেক রকমের হয়। কোনটা ক্ষতিকর জুয়া সেটা কে বলবে! আগে ক্ষতিকর জুয়া কাকে বলে সেটা ঠিক হোক। তার পরে জুয়ার বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত হবে। এই বিবৃতির পরে লণ্ডনে হইচই। কারণ, মেয়র স্বাস্থ্যকর জুয়া বলে কিছু থাকার ইঙ্গিত দিচ্ছেন?
