আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার সকালে ইজরায়েলের বিরুদ্ধে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল! ইহুদি দেশটির দক্ষিণ প্রান্তে বের-শেভা শহরে একটি হাসপাতালে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। হাসপাতাল সূত্র জানিয়েছে, মেডিক্যাল সেন্টারের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে, যার ফলে পুরনো সার্জিকাল ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যুত্তরে ইরানের আর এক পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইজ়রায়েল। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, খোনদাব শহরে ভারী জলের গবেষণাকেন্দ্রে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনা। এই ভারী জল পরমাণু রিঅ্যাক্টরকে শীতল রাখতে ব্যবহার করা হয়। যদিও ইরানের দাবি, হামলার আগেই ওই কেন্দ্রটিকে ফাঁকা করে দেওয়া হয়েছিল। ফলে সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর আশঙ্কা নেই। ইরান-ইজ়রায়েল সংঘাত গড়িয়েছে সপ্তম দিনে। দু’পক্ষই আক্রমণ চালাচ্ছে লাগাতার।
