আমুদরিয়া নিউজ: দীর্ঘ তিন দশক পর পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করতে চলেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ দাগল ইরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স হ্যান্ডল পোস্টে লিখেছেন, ‘প্রতিরক্ষা বিভাগের নাম বদলে ‘যুদ্ধ বিভাগ’ করে দিয়েও একটি পারমাণবিক অস্ত্রধারী গুন্ডা আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করছে। আবার ওই গুন্ডাই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় প্রতিপন্ন করে আমাদের নিরাপদ পারমাণবিক ঘাঁটিগুলিতে হামলার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’ আমেরিকার এ ধরনের পরীক্ষার ঘোষণা শুধু দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়ই নয় , আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে তা বিপজ্জনক বলেও জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী।