আমুদরিয়া নিউজ: ইরানে মার্কিন হামলার পর তেল এবং প্রাকৃতিক গ্যাস রফতানির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পথে হাঁটল তেহরান। সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর ইতিমধ্যে হরমুজ় প্রণালী বন্ধের প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে সে দেশের পার্লামেন্ট। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। হরমুজ় প্রণালী শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকেই। তেল এবং প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে হরমুজ় প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে যত তেল আমদানি-রফতানি করা হয়, তার পাঁচ ভাগের এক ভাগই চলে এই জলপথ দিয়ে। তেল রফতানিকারী দেশগুলির জোট ‘ওপেক’-এর সদস্য সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার, ইরাকের মতো দেশগুলি এখান দিয়ে তেল রফতানি করে। এই রফতানি হওয়া তেলের বেশির ভাগই যায় এশিয়ায়। ইরান তা আটকে দিলে গোটা বিশ্ব তীব্র জ্বালানি সংকটের মুখে পড়তে পারে। যদিও ভারতের আশঙ্কার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছে নয়াদিল্লি। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, দেশের আমদানি করা তেলের একটি বড় অংশ গত কয়েক বছর ধরে হরমুজ় প্রণালী হয়ে আসে না।
