আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করে দিল ইরান। ইরানের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি ওই দুজন রাষ্ট্রপ্রধানকে “আল্লাহ-র শত্রু” হিসেবে চিহ্নিত করেছেন। তাই তাঁর ফতোয়া,. সারা দুনিয়ার মুসলিমদের একজোট হয়ে ওই দুজনের বিরুদ্ধে যুদ্ধ করে হারাতে হবে। অতীতে ১৯৮৯ সালে বিখ্যাত সাহিত্যিক সলমন রুশদির উপরে ফতোয়া জারি করে ইরান। গত ১৩ জুন ইরানে আচমকা হামলা চালায় ইজরায়েল। ইরান ও ইসরায়েলের সংঘাত চলার সময়ে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। গত ২৪ জুন ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতি হয়।