আমুদরিয়া নিউজ: ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার একসঙ্গে তিন ব্যক্তিকে ফাঁসি দিল ইরান। বুধবার ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে সাজাপ্রাপ্তদের নাম, ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল। ফাঁসির সাজাপ্রাপ্ত তিন ব্যক্তির বিরুদ্ধে মোসাদের গুপ্তচরবৃত্তি ছাড়াও পাচার এবং অজ্ঞতাপরিচয় এক ব্যক্তিকে খুনের অভিযোগও রয়েছে। এছাড়াও ইজরায়েলের সঙ্গে গোপন আঁতাত রাখার অভিযোগে সন্দেহভাজন আরও ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরান ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরই ইজরায়েলের তরফে জানানো হয়েছিল, মোসাদের নিখুঁত পরিকল্পনায় সফলভাবে হামলা চালাতে সক্ষম হয় তারা। এরপরই সামনে আসে ইরানের সেনাবাহিনীর মধ্যেও লুকিয়ে রয়েছে মোসাদের গুপ্তচর। এই গুপ্তচরদের পাকড়াও করতে জোরকদমে অভিযান শুরু করে ইরান। সন্দেহভাজন ২৮ জন গ্রেপ্তার করা হয়েছে।
