আমুদরিয়া নিউজ: কাফা নেশনস কাপে ভারতকে ৩-০ গোলে হারাল ইরান। গোল করলেন আমির হোসেন, আলি পোরঘার এবং তারেমি । ম্যাচের প্রথমার্ধে কিছুটা লড়াই করেছিল ভারত । বিরতি পর্যন্ত ম্যাচের ফল ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে হিসেবে গরমিল হয়ে যায়। ৩ গোল খেয়ে যায় ভারত। কাফা কাপে ভারতের শুরুটা ভাল হয়েছিল । প্রথম ম্যাচে খালিদ জামিলের প্রশিক্ষণাধীন দল তাজাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল ভারত। কাফা নেশনস কাপে ভারতের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের সঙ্গে।