আমুদরিয়া নিউজ: ভারত বনাম পাকিস্তান যুদ্ধের আবহে আইপিএল স্থগিত হওয়ার পর আজ ফের শুরু হতে চলেছে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আরসিবি ও কেকেআর। কিন্তু আইপিএল পুনরায় শুরুর দিনেই বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও চিন্নাস্বামী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা খুবই ভালো, এখানে প্রবল বৃষ্টির পরও জল দাঁড়ায় না। তাই আশা করা যেতেই পারে যে এখানে ম্যাচের ফয়সলা হবে, বৃষ্টি পুরোপুরি বাধা হয়ে দাঁড়াবে না। চিন্নাস্বামী বৃষ্টিতে ভাসলে হয়তো নাইটদের প্লে-অফ স্বপ্ন চুরমার হয়ে যাবে। অন্যদিকে ১১ ম্যাচে ১৬ পয়েন্টে থাকা কোহলিরা নাইটদের হারাতে পারলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবেন।
কেকেআরের হাতে রয়েছে ১২ ম্যাচে ১১ পয়েন্ট, ফলে বাকি দুই ম্যাচ জেতার পরেও তাঁদের তাকাতে হবে অন্য দলের দিকে। সেখানে বৃষ্টিতে পয়েন্ট নষ্ট হলে, শনিবারই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আইপিএল ২০২৫ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে।