আমুদরিয়া নিউজ: আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল। শুক্রবার সমাজমাধ্যমে ঘোষণা করলেন আইপিএল কর্তৃপক্ষ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত শইকিয়া। আইপিএলের তরফে সমাজমাধ্যমে বলা হয়েছে, “আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হল। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটার, সম্প্রচারকারী সংস্থা, স্পনসর, সমর্থকদের কথা ভাবা হয়েছে। ভারতীয় সেনার উপর ভারতীয় ক্রিকেট বোর্ডের পূর্ণ আস্থা আছে। দেশের পাশে বোর্ড। জঙ্গিহানার বিরুদ্ধে ভারত যে ভাবে অপারেশন সিঁদুর করেছে তার জন্য বোর্ড সেনাকে বাহবা জানায়।” আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। এক সপ্তাহ পর আইপিএল শুরু হলে পাল্টে যাবে সূচি। নতুন সূচি ঘোষণা করা হতে পারে। সমস্ত বিদেশি খেলোয়াড়দের তাঁদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। নতুন তারিখ ঘোষণা করা হলে তাঁদের জানানো হবে।