আমুদরিয়া নিউজ: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতর থেকে চুরি গেল সাড়ে ৬ লাখ টাকা মূল্যের আইপিএল জার্সি। এই ঘটনায় মুম্বই পুলিশ ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত বিসিসিআইয়ের দপ্তর থেকে খোয়া গিয়েছিল আইপিএলের ২৬১টি জার্সি। সবগুলিই ২০২৫ সালের আইপিএলের। প্রতিটি জার্সির দাম প্রায় ২৫০০ টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি হয়েছিল বলে জানা গিয়েছে। গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনা নজরে আসে। গুদামঘরে রাখা জার্সির হিসাব না মেলায় সন্দেহ তৈরি হয়। বিসিসিআই কর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন। তাতে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তাকর্মী একটি বক্সে বেশ কিছু জার্সি ভরে গুদামঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। ধরা পড়ে পুলিশের কাছে ফারুক স্বীকার করেন, অনলাইন জুয়ায় তিনি সব টাকা হারিয়েছেন। যে কারণে তিনি এই পথ নিতে বাধ্য হন। জেরায় জানা যায়, হরিয়ানার এক অনলাইন ব্যবসায়ীকে জার্সিগুলি বিক্রি করেন ধৃত। চুরি যাওয়া ৫০টি জার্সি উদ্ধার হয়েছে।
 
					 
			 
		 
		 
		 
		