আমুদরিয়া নিউজ: চলতি আইপিএলে প্রথম কোনও বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেলেন। অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্কের পরিবর্ত হিসাবে ওপার বাংলার পেসার মুস্তাফিজুর রহমানকে ৬ কোটিতে সই করাল দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে মোট ১২ জন বাংলাদেশি নাম লিখিয়েছিলেন। কিন্তু কেউই দল পাননি। কিন্তু অপারেশন সিঁদুর এবং পরবর্তী ভারত-পাক উত্তেজনার আবহে শিকে ছিঁড়ল মুস্তাফিজুর রহমানের। সম্ভবত ভারত-পাক উত্তেজনার আবহে আর ভারতে খেলতে আসতে চান না অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্ক। যদিও না খেলার জন্য ব্যক্তিগত কারণ দেখাচ্ছেন তিনি। এই মরশুমে তরুণ ওপেনারের ফর্মও ভালো ছিল না। ওই তরুণ ওপেনারের বদলে দিল্লি নিল বাংলাদেশের অভিজ্ঞ পেসারকে। শনিবার থেকে আবার শুরু হবে আইপিএল। লিগ পর্বে বাকি রয়েছে ১৩টি ম্যাচ। সেই সঙ্গে রয়েছে প্লে-অফ।