আমুদরিয়া নিউজ : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাবেন নেতানিয়াহু। প্যালেস্টাইনের গাজায় যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তা নিয়ে দুনিয়া জুড়েই আলোচনা চলছে।
এরই মধ্যে তাঁকে আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প তাঁর বন্ধু দেশ ইজরায়েলের প্রতি জোরাল সমর্থনের বার্তা দিলেন।