আমুদরিয়া নিউজ : ইরানে খোমেইনি শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভ তুঙ্গে। তা দমন করতে পুলিশ, সেনাবাহগিনী একযোগে নামলেও ক্রমশ ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। পুলিশের গুলিতে অন্তত ৩৯ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে সংবাদ সূত্রের খবর। প্রয়াত রেজা শাহের নির্বাসিত ছেলে যুবরাজ রেজা ওই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন আমেরিকায় বসে। সেই যোগাযোগ বন্ধ করতে ল্যান্ডলাইন আগেই বন্ধ হয়েছে। এবার বৃহস্পতিবার রাতে ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে খোমেইনির সরকার। তবে ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনের নামে লাগাতার হত্যা হলে আমেরিকা ইরানে হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।