আমুদরিয়া নিউজ: সিন্ধু জলচুক্তি আর কখনই চালু করা হবে না। স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহের মন্তব্য, ‘‘আমরা একটি খাল খনন করে পাকিস্তানে প্রবাহিত জল রাজস্থানে নিয়ে যাব। পাকিস্তান অন্যায়ভাবে যে জল পাচ্ছে, তা আর পাবে না।’’ শাহের কথায় “আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে বাতিল করা যায় না। তবে তা স্থগিত করার অধিকার রয়েছে। আমরা তা-ই করেছি। দুই দেশের শান্তি ও অগ্রগতির জন্য এই চুক্তির সূত্রপাত হয়েছিল। কিন্তু সেই শর্ত লঙ্ঘন করে পাকিস্তান। তাই আর কোনও রাস্তা নেই।” পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল নয়াদিল্লি। যা নিয়ে তীব্র আপত্তি তুলেছে ইসলামাবাদ। তা সত্ত্বেও কেন্দ্র নিজের অবস্থান থেকে সরে আসেনি।
