আমুদরিয়া নিউজ : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তুলতেই কড়া জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ নিয়ে প্রশ্ন তোলায় ভারতের পক্ষ থেকে পাক জঙ্গিদের প্রসহ্গে টেনে তুলোধোনা করেছেন ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন। তিনি সেখানে বলেছেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের কথা গোটা দুনিয়া জানে, তারা ভারতের মতো দেশের বৃহত্তম গণতন্ত্রকে আক্রমণ করতে চায় কীভাবে!
তিনি এটাও জানিয়ে দেন, সন্ত্রাস বাড়লে সেটার ফলও ভুগতে হবে পাকিস্তানকে। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের স্পেশাল স্টেটাস অর্থাৎ অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা নিয়েই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে প্রশ্ন তোলেন পাক প্রধানমন্ত্রী। সেটার জবাবে ভাবিকা মঙ্গলানন্দন বলে দেন, যে দেশটি সেনার দ্বারা চালিত হয়, যে দেশের জঙ্গিদের মদতের কথা সকলের জানা, যে দেশে মাদকের কারবার প্রকাশ্যে চলে, তাদের এত ঔদ্ধত্য যে ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মতো দেশকে আক্রমণ করছে! ভাবিকা ২০০১-এর সংসদ হামলা ও ২০০৮ সালের মুম্বই হামলার কথা মনে করিয়ে বলে দেন, পাক প্রধানমন্ত্রীর কথা আসলে যে ফাঁকা আওয়াজ, তা সবারই জানা। সত্যি কথার জবাব দিতে পাকিস্তান বারেবারেই মিথ্যা কথা বলবে।