আমুদরিয়া নিউজ: ১৭ বছরের কেরিয়ারকে বিদায়। ক্রিকেট থেকে অবসর নিলেন জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার পারভেজ রসুল। ৩৬ বছরের অলরাউন্ডার ‘স্পোর্টস্টার’ ওয়েবসাইটে নিজের অবসরের কথা জানিয়েছেন। প্রথম জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের জার্সিতে খেলেছিলেন পারভেজ। ২০১৪ সালে ভারতের হয়ে অভিষেক হয়। ভারতের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন রসুল। একটি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ। আইপিএলেও খেলেছেন। রসুল জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি বোর্ডের লেভেল ২ কোচিং পরীক্ষায় পাস করেছেন। আগামী দিনে পুরোপুরি কোচিংয়ে আসতে চান।