আমুদরিয়া নিউজ : উত্তর প্রদেশে দেশের প্রথম বন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয় গড়তে প্রায় ৫০০ কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। গোরখপুরে এই বিশ্ববিদ্যালয় তৈরি হবে বলে জানানো হয়েছে। বন, পরিবেশ, বন্যপ্রাণ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে পড়াশোনা ও গবেষণাই হবে এই শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় ১২৫ একর জমি নির্ধারণ করা হয়েছে। এখানে ফরেস্ট্রি, অ্যাগ্রোফরেস্ট্রি, সামাজিক বনায়ন, উদ্যানবিদ্যা-সহ নানা বিষয়ে ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স চালু হবে। ভবিষ্যতে গবেষণার পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তোলা হবে বলে জানা গেছে।
সরকারের দাবি, এই বিশ্ববিদ্যালয় বন ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে দক্ষ মানবসম্পদ তৈরি করতে সাহায্য করবে। পাশাপাশি তরুণদের জন্য নতুন শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানের পথ খুলে দেবে এই উদ্যোগ। পরিবেশ রক্ষায় এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।