আমুদরিয়া নিউজ: বুকার পুরস্কার পেলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’ বইয়ের জন্য তিনি এই সম্মানে সম্মানিত হলেন। বানুই প্রথম কন্নড় লেখিকা যিনি বুকার পেলেন। ‘হার্ট ল্যাম্প’ বারোটি গল্পের সংকলন। মূলত দক্ষিণ ভারতের মহিলাদের জীবনযুদ্ধ ও দৈনন্দিন সংগ্রামের কথাই উঠে এসেছে এই বইয়ে। আরও পাঁচটি বই এবারের নমিনেশন পেয়েছিল। শেষপর্যন্ত সেরার শিরোপা পেলেন ৭৭ বছরের বানু। এই প্রথম কোনও ছোটগল্পের সংকলন এই পুরস্কার পেল। কন্নড় ভাষায় রচিত এই বইটি অনুবাদ করেছিলেন দীপা ভাস্তি। বইটির অনুবাদক হিসেবে বুকার পুরস্কারের অংশীদার তিনিও। লন্ডনের টাটা মডার্ন মিউজিয়ামে মঙ্গলবার রাতে বুকার পুরস্কার তুলে দেওয়া হয় বানু মুস্তাকের হাতে। বিজয়ীকে ট্রফি ছাড়াও দেওয়া হয় ৫০ হাজার পাউন্ডের অর্থও। ভারতীয় মূল্যে তা ৫৭ লক্ষ ৪৬ হাজার টাকা। অর্থের অর্ধেক পাবেন অনুবাদকও।
