আমুদরিয়া নিউজ: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে যান হরমনপ্রীতরা। রাষ্ট্রপতিকে দলের সকল খেলোয়াড়ের সই করা একটি জার্সি উপহার দেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক। রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয় বিশ্বকাপ ট্রফিও। দ্রৌপদী মুর্মুও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরা এখন রোল মডেল। তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েরা অনুপ্রাণিত হবে। ক্রিকেট বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাস তৈরি হয়েছে। দেশের প্রত্যেক কোণে এবং বিদেশে যেখানেই ভারতীয়রা আছেন, প্রত্যেকে এই জয় উদযাপন করছেন।”