আমুদরিয়া নিউজ: বিয়ের জন্য আমেরিকায় গিয়ে নিখোঁজ এক ভারতীয় তরুণী। জানা গিয়েছে, ২৪ বছর বয়সি ওই মহিলার নাম সিমরান সিমরান। গত ২০ জুন নিউ জার্সি পৌঁছোন সিমরন। তার পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বাড়ির লোকেরা। উদ্বিগ্ন পরিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। বিয়ের জন্য আমেরিকায় এসেছিলেন সিমরন। বাড়ি থেকে দেখাশোনা করে সিমরনের বিয়ে ঠিক করা হয়েছিল। তবে মার্কিন মুলুকে তাঁর কোনও আত্মীয় নেই বলেও জানতে পেরেছে পুলিশ। শুধু তা-ই নয়, সিমরন ইংরাজিতে কথাও বলতে পারেন না। ওই তরুণীর ছবি প্রকাশ করে তথ্য চেয়েছে আমেরিকার পুলিশ। প্রশ্ন উঠছে, তবে কি বিদেশে নিয়ে যাওয়ার জন্য বিয়ের টোপ দেওয়া হয়েছিল সিমরনকে? সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
