আমুদরিয়া নিউজ: নেপালে হিংসার বলি ভারতীয় মহিলা। মৃতার নাম রাজেশদেবী গোলা। তিনি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর স্বামী রামবীর সিং গোলার সঙ্গে কাঠমান্ডুতে বেড়াতে গিয়েছিলেন রাজেশদেবী। তাঁরা কাঠমান্ডুরই একটি হোটেলে উঠেছিলেন। সেই সময়ই বিক্ষোভ-আন্দোলনে অশান্ত হয়ে ওঠে নেপাল। বিক্ষোভকারীরা কাঠমান্ডুতে ভাঙচুর চালান, আগুন ধরিয়ে দেন রাষ্ট্রপতি ভবন-সহ বিভিন্ন সরকারি ভবনে। তাঁর যে হোটেলে উঠেছিলেন, সেই হোটেলেও হামলা চালায় আন্দোলনকারীরা। হোটেলে ভাঙচুর চালানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশের এই দম্পতি ছিলেন হোটেলের চারতলায়। প্রাণ বাঁচাতে চারতলা থেকে কাপড় এবং বিছানার চাদর দিয়ে দড়ি বানিয়ে দম্পতি যখন নামছিলেন হাত ফস্কে পড়ে যান মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হন তাঁর স্বামী রামবীর। নেপালের হিংসার ঘটনায় এই প্রথম কোনও ভারতীয়ের মৃত্যু হল।
