আমুদরিয়া নিউজ: এক ভারতীয় মহিলা অভিযোগ করেছেন যে তিনি চীনের সাংহাই বিমানবন্দরে গুরুতর হয়রানির শিকার হয়েছেন। তাঁর কথায়, বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তারা তাঁর ভারতীয় পাসপোর্টকে “বেআইনি” বলে দাবি করেন। কারণ পাসপোর্টে তাঁর জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ লেখা রয়েছে, যেটিকে চীন নিজেদের এলাকা বলে দাবি করে। এ কারণে কর্তারা তাঁকে সন্দেহভাজন মনে করে দীর্ঘ সময় আটকে রাখেন। মহিলার অভিযোগ, তাঁকে প্রায় ১৮ ঘণ্টা আটক করে রাখা হয় এবং ঠিকমতো খাবার-জল দেওয়া হয়নি। ইন্টারনেট বা ফোন ব্যবহার করতেও বাধা দেওয়া হয়। তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েন। দেশে ফিরে এই ঘটনার বিষয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন এবং তদন্তসহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
ঘটনাটি সামনে আসতেই বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।
সাংহাই বিমানবন্দরে ভারতীয় মহিলাকে আটকে রেখে হয়রানির অভিযোগ
Leave a Comment