আমুদরিয়া নিউজ: মাত্র ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বেদা কৃষ্ণমূর্তি। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটার। বেদা লিখেছেন, খেলা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। তবে ক্রিকেট থেকে সরছি না। সব সময় ভারতের পাশে, দলের পাশে আছি। ভারতের হয়ে ২০১১ সালে অভিষেক হয় বেদার। ৪৮টি এক দিনের ম্যাচ এবং ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এক দিনের ক্রিকেটে ৮২৯ রান এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৭৫ রান করেছেন তিনি। ২০২৪ সালে উইমেন্স প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টস জার্সিতে শেষ বার মাঠে নেমেছিলেন।