আমুদরিয়া নিউজ : ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন। এই দলে জায়গা পাননি শুভমন গিল। নির্বাচকরা জানিয়েছেন, সাম্প্রতিক ফর্ম ও দলের ভারসাম্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ইশান কিশন এবং রিংকু সিংকে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। ঘরোয়া ও আইপিএলে ভালো পারফরম্যান্সের জন্যই তাঁদের এই সুযোগ বলে জানা গেছে। নির্বাচকদের মতে, এই দলটি বিশ্বকাপে ভালো ফল করার জন্য তৈরি করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট সমর্থকদের মধ্যে নানা মতামত দেখা যাচ্ছে। কেউ কেউ গিলকে বাদ দেওয়ায় অবাক হলেও অনেকেই নতুনদের সুযোগ দেওয়াকে ইতিবাচক বলছেন।