আমুদরিয়া নিউজ : ভারতীয় টাকার দামে ইতিহাসে প্রথমবার বড় পতন দেখা গেল। বুধবার ডলার প্রতি টাকার মূল্য নেমে দাঁড়ায় ৯০.২১—এখন পর্যন্ত সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে অনিশ্চয়তা, মার্কিন শুল্ক বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ কমে যাওয়াই এই পতনের মূল কারণ। চলতি বছরেই বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১৭ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলিও ভারতের বিনিময় হার ব্যবস্থাকে দুর্বল বলে উল্লেখ করেছে।
টাকার পতনে সাধারণ মানুষের খরচ সরাসরি বাড়বে। তেল, ইলেকট্রনিক্স, সার, খাদ্যতেলসহ আমদানিনির্ভর পণ্যের দাম বাড়বে। বিদেশে পড়াশোনার খরচও কয়েক লক্ষ টাকা বাড়তে পারে। যদিও ভারতের ৬৯০ বিলিয়ন ডলার রিজার্ভ পরিস্থিতিকে কিছুটা সামাল দিচ্ছে। তবুও অর্থনীতিবিদদের মতে এটি একটি গুরুতর সংকটের সংকেত।