আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুমে দূরপাল্লার ট্রেনযাত্রীদের জন্য সুখবর নিয়ে এল রেল। যাওয়া ও আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে ২০ শতাংশ ছাড়। রাজধানী, শতাব্দী, দূরন্ত এক্সপ্রেসের মতো কিছু ট্রেন (যেগুলির ভাড়া ওঠানামা করে) ছাড়া সকল দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের এই সুবিধা দেবে রেল। আগামী ১৪ অগস্ট থেকে এই বিশেষ ছাড়-সহ অগ্রিম টিকিট কাটতে পারবেন যাত্রীরা। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে। এই সুবিধা পাওয়ার জন্য যাওয়া এবং ফেরার টিকিট একই ট্রেনে হতে হবে। সফর শুরু করতে হবে ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে। ফেরার টিকিট হতে হবে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। টিকিট কনফার্ম হলেই তবেই এই ২০ শতাংশ ছাড় মিলবে। এই স্কিমে টিকিট ক্যানসেল করলে রিফান্ড পাওয়া যাবে না বলে জানিয়েছে রেল। অনলাইন এবং রেল স্টেশনে অগ্রিম বুকিং কাউন্টার থেকে, উভয় ক্ষেত্রেই এই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
