আমুদরিয়া নিউজ: বিমানবন্দরের ধাঁচে এবার থেকে অতিরিক্ত লাগেজের জন্য জরিমানা দিতে হবে ট্রেনযাত্রীদেরও। আপাতত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে পরীক্ষামূলক ভাবে এই নিয়ম চালু হচ্ছে। এই দুই স্টেশনে যাত্রীদের মালপত্র স্ক্যান করে দেখা হবে। মালপত্রের নির্দিষ্ট পরিমাণের বেশি হলে জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। পরে ভারতজুড়ে চালু হতে পারে অতিরিক্ত লাগেজে জরিমানার নিয়ম। রেলের তরফে অবশ্য জানানো হয়েছে, এই নিয়ম আগেও ছিল। কিন্তু খাতায়কলমে তা থাকলেও সে ভাবে কার্যকর করা হয়নি। উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী জানিয়েছেন, এত দিন নিয়ম থাকলেও তা কার্যকর হত না। এ বার বাস্তবে তা প্রয়োগ করা হবে। নিয়ম অনুযায়ী এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা ৭০ কেজি, এসি টু টায়ারের যাত্রীরা ৫০ কেজি, এসি থ্রি টায়ার এবং স্লিপার ক্লাসের যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত মালপত্র নিয়ে ট্রেনে উঠতে পারেন। আর সাধারণ কামরার যাত্রীরা সর্বোচ্চ ৩৫ কেজি মালপত্র সঙ্গে রাখতে পারেন।
