আমুদরিয়া নিউজ: আপাতত আমেরিকায় কোনও চিঠি বা পার্সেল পাঠানো যাবে না। নির্দেশিকা জারি ভারতীয় ডাক বিভাগের। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সূত্রের খবর, এত দিন পর্যন্ত আমেরিকায় ৮০০ মার্কিন ডলারে মূল্যের পার্সেল পাঠাতে কোনও শুল্ক লাগু হতো না। গত ৩০ জুলাই আমেরিকা এক বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে আগামী ২৯ অগস্ট থেকে আমেরিকায় পাঠানো যে কোনও মূল্যের পার্সেল পাঠালে তাতে শুল্ক দিতে হবে। কেবল ছাড় থাকবে ১০০ মার্কিন ডলার পর্যন্ত গিফট আইটেমে। তার পরেই ভারতীয় ডাক বিভাগ পরিষেবা সাময়িক স্থগিতের কথা জানাল। জানা গিয়েছে ২৫ অগস্টের পর থেকেই আমেরিকায় পাঠানোর ক্ষেত্রে কোনও চিঠি বা সামগ্রীর বুকিং হবে না। বিমান সংস্থাগুলি জানিয়েছে, ২৫ অগস্টের পরে তারা আর আমেরিকায় পাঠানো কোনও পার্সেল নিয়ে যেতে পারবে না। সেই কারণেই ভারতীয় ডাক বিভাগ আমেরিকার জন্য সকল প্রকারের সামগ্রীর বুকিং স্থগিত রাখছে বলে জানানো হয়েছে।
