আমুদরিয়া নিউজ : আমেরিকার নিউ জার্সিতে দুই নাবালক সন্তানকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা। অভিযুক্তের নাম প্রিয়দর্শিনি নটরাজন (৩৫), বাড়ি নিউ জার্সির হিলসবরোতে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। জানা গেছে, ১৩ জানুয়ারি সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে শিশুদের বাবা ৯১১ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন। তিনি জানান, কাজ থেকে ফিরে এসে তিনি তাঁর ৫ ও ৭ বছরের দুই ছেলেকে নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং অভিযোগ করেন যে তাঁর স্ত্রীই এই কাণ্ড ঘটিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রিয়দর্শিনির বিরুদ্ধে দু’টি প্রথম ডিগ্রির হত্যা ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।