আমুদরিয়া নিউজ: আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নথি পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশ্লেষক তথা দক্ষিণ এশিয়ার নীতি বিষয়ক উপদেষ্টা অ্যাশলে জে টেলিসকে। ৬৪ বছর বয়সি ওই কূটনীতিকের বিরুদ্ধে সংবেদনশীল নথিপত্র মজুত করে রাখা এবং চিনের আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাতের অভিযোগ প্রকাশ্যে এসেছে। গত কয়েক দিন ধরেই অ্যাশলির বিরুদ্ধে আমেরিকার গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছিল। সেই নিয়ে শুরু হয়েছিল তদন্ত। এর পরে মঙ্গলবার অ্যাশলির ভিয়েনা এবং ভার্জিনিয়া বাড়ি তল্লাশি করে আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথিপত্র উদ্ধার করেন তদন্তকারীরা। তৎক্ষণাৎ তাঁকে গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত হলে ১০ বছরের জেল এবং ২৫০,০০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে তাঁর, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২ কোটি ২১ লক্ষ ৮৪ হাজার টাকার কাছাকাছি।
