আমুদরিয়া নিউজ: নতুন মন্ত্রিসভার ঘোষণা করলেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সেই মন্ত্রীসভায় নতুন বিদেশমন্ত্রী পদে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিক আনন্দ হলেন কানাডার প্রথম ক্যাবিনেট পদমর্যাদার হিন্দু মন্ত্রী। ভগবদ্গীতার উপর হাত রেখে শপথ নেওয়ার পর এক্সবার্তায় অনিতা লিখেছেন, কানাডার বিদেশমন্ত্রী হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত। আমাদের সরকার প্রতিটি কানাডাবাসীর জন্য একটি সুরক্ষিত, স্বচ্ছ পৃথিবী গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
টরন্টো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন অধ্যাপক অনিতা ২০১৯ সালে ওকভিল থেকে জিতে প্রথম পার্লামেন্টে আসেন। তিনি সেখানকার প্রথম হিন্দু মহিলা যিনি নির্বাচনে জিতেছিলেন। তাঁকে প্রথমে পাব্লিক সার্ভিস এবং প্রকিয়রমেন্ট মন্ত্রী করা হয়। ২০২১ সালে তাঁকে প্রতিরক্ষা মন্ত্রী এবং পরে ট্রেজারি বোর্ডের সভাপতি করা হয়। গত বছর তাঁকে পরিবহন দপ্তরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছিল। মার্ক সেখানের প্রধানমন্ত্রী হওয়ার পরে অনিতাকে বিজ্ঞান, শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়।