আমুদরিয়া নিউজ: রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের হাতে ধরা পড়লেন ২২ বছর বয়সী এক ভারতীয় যুবক। তাঁর নাম মাজোতি সাহিল মোহাম্মদ হুসেইন, বাড়ি গুজরাতের মোরবি এলাকায়। মঙ্গলবার ইউক্রেনের ৬৩তম মেকানাইজড ব্রিগেডের কাছে আত্মসমর্পণ করেছেন বলে দাবি ইউক্রেনের সেনার। ইউক্রেন সেনার তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে মাজোতিকে বলতে শোনা যাচ্ছে, পড়াশুনোর জন্য ভারত থেকে রাশিয়া এসেছিলেন তিনি। পরে মাদক মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং ৭ বছরের জেল হয়। কারাবাসের সময় তাঁকে বলা হয়, এই শাস্তি এড়াতে চাইলে তাঁকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে হবে। তিনি ওই প্রস্তাব গ্রহণ করেন। মস্কোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মাজোতি বলেন, ১ অক্টোবর রুশ সেনার হয়ে যুদ্ধে পাঠানোর আগে মাত্র ১৬ দিনের প্রশিক্ষণ দেওয়া হয় তাঁকে। রুশ সেনায় যোগ দিয়ে ভারতীয়দের দুর্ভাগ্যজনক পরিণতি এই প্রথমবার নয়। সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৫০ জনেরও বেশি ভারতীয়কে নিয়োগ করা হয়েছে রুশ সেনায়।
