আমুদরিয়া নিউজ: গাড়ি দুর্ঘটনায় সোমবার গুরুতর আহত হলেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত পবনদীপ রাজন। আহমেদাবাদে পথ দুর্ঘটনার শিকার হন তিনি। জানা গিয়েছে, বর্তমানে আশঙ্কাজনক পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি গায়ক। এদিন ভোর ৩.৪০ নাগাদ আহমেদাবাদের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। ইন্ডিয়ান আইডল ১২’-এর মাধ্যমে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন। ওই সিজনে বিজয়ীর ট্রফি উঠেছিল তাঁর হাতে । এরপর একের পর এক শো, রেকর্ডিংস করে ভক্ত মনে জায়গা করে নিয়েছেন উত্তরাখণ্ডের এই ছেলে। গান গেয়েছেন হিন্দি ও মারাঠি ছবিতেও। একাধিক কনসার্ট করেছেন বিদেশে। উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে পেয়েছেন ‘ইয়ং অ্যাম্বাসাডর অফ উত্তরাখন্ডে’-র শিরোপা।