আমুদরিয়া নিউজ : ইরানে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে সে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। বুধবার তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এই সংক্রান্ত একটি নতুন নির্দেশ জারি করে। এতে বলা হয়েছে, শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে যেকোনো পরিবহণের মাধ্যমে ইরান ত্যাগ করতে হবে। এই সতর্কবার্তা এসেছে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা, সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ এবং ইরানের বিভিন্ন অংশে চলমান বিক্ষোভের মধ্যে। এই বিক্ষোভে এখন পর্যন্ত ২,৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। দূতাবাস ভারতীয়দের সতর্ক থাকতে, বিক্ষোভ এলাকা এড়িয়ে চলতে এবং প্রয়োজনে জরুরি হেল্পলাইনে যোগাযোগ করতে বলেছে।