আমুদরিয়া নিউজ : ভারতীয় ফুটবল দলের নতুন হেড কোচ খালিদ জামিল ঢাকায় এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব খেলতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। গ্রুপ সি-র ফাইনাল রাউন্ডের ম্যাচ হবে ১৮ নভেম্বর। দলটি ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে ক্যাম্প করেছে এবং শনিবার বিকেলে ঢাকায় পৌঁছবে।
২৩ সদস্যের দলে রয়েছেন -গুরপ্রীত সিং সান্ধু, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, এডমুন্ড লালরিন্দিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস, হৃতিক তিওয়ারি, সাহিল, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালটে, জয় গুপ্তা, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান, ব্রিসন ফার্নান্দেস।
Leave a Comment