আমুদরিয়া নিউজ: আইপিএল শেষ হতেই ছোটবেলার বান্ধবী বংশীকার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। লখনউয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়ে গেল বাগদানের অনুষ্ঠান। ছিলেন কুলদীপের সতীর্থ রিঙ্কু সিং এবং উত্তরপ্রদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। জানা গিয়েছে উত্তরপ্রদেশের শ্যামনগরের মেয়ে বংশীকা। বর্তমানে এলআইসি-তে কর্মরত তিনি। শোনা যাচ্ছে ভারতীয় দল ইংল্যান্ড সফর সেরে দেশে ফিরলে বিয়ে করতে পারেন কুলদীপ।