আমুদরিয়া নিউজ: ক্রিকেটকে গুডবাই জানালেন ভারতের অভিজ্ঞ লেগ-স্পিনার অমিত মিশ্র। ৪২ বছর বয়সি ক্রিকেটার সমাজমাধ্যমে একটি পোস্টে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান। লিখেছেন, “আজ ক্রিকেট থেকে ২৫ বছর পর অবসরের কথা ঘোষণা করছি। ক্রিকেটই আমার প্রথম প্রেম। এই খেলাটিই আমার প্রথম শিক্ষক। ক্রিকেটের এই যাত্রাপথ আমার কাছে অত্যন্ত স্মরণীয়। আমি বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ এবং সবার আগে সমর্থকদের এবং পরিবারকে ধন্যবাদ জানাই। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা এবং সমর্থন আমাকে শক্তি জুগিয়েছে।” ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অমিতের। দেশের হয়ে তিনি ২২টি টেস্ট, ৩৬টি এক দিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে খেলেন ২০১৭ সালে।