আমুদরিয়া নিউজ: মেয়ো রোডে তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দেয় সেনা। খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছে সেনার পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিজেপির নির্দেশে সেনা এই পদক্ষেপ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, “প্রায় ২০০ সেনা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, পালাচ্ছেন কেন? আমি আপনাদের বিরুদ্ধে নই, আপনাদের জন্য গর্বিত। এটা প্রতিরক্ষা মন্ত্রক আর বিজেপির কাজ। রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলের মঞ্চ ভাঙা হচ্ছে।” যদিও ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ কেন খুলে ফেলা হল, তার ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সেনা। সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ময়দানের মতো সেনা-অধীনস্থ এলাকায় সভা বা অনুষ্ঠান করার অনুমতি সর্বোচ্চ দু’দিনের জন্য দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশও সেই কথাই বলা আছে। এর বেশি সময়ের জন্য অনুমতি নিতে হয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে। অথচ দু’দিনের অনুমতি নিয়ে প্রায় ১ মাস ধরে অস্থায়ী প্যান্ডেল দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও আয়োজকরা সেটি সরাননি। শেষপর্যন্ত কলকাতা পুলিশকে জানিয়ে সেনাবাহিনীর তরফে মঞ্চ খোলার ব্যবস্থা করা হয়েছে।
