আমুদরিয়া নিউজ: রাজস্থানে বায়ুসেনার যুদ্ধবিমান জাগুয়ার ভেঙে মৃত্যু হল পাইলট সহ দুইজনের। বুধবার রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। কিছুক্ষণ পর দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে এক বিমানের ধ্বংসাবশেষ। দাউ দাউ করে জ্বলছে আগুন। বিষয়টি নজরে আসতেই প্রাথমিক উদ্ধারকাজে নামেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দুর্ঘটনার পর বিমানটি থেকে ২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এই নিয়ে চলতি বছরেই জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ার তৃতীয় ঘটনা ঘটল।