আমুদরিয়া নিউজ : কানাডা সরকারের মন্তব্যে ক্ষুব্ধ ও বিরক্ত ভারত সোমবার সে দেশ থেকে হাইকমিশনার এবং অন্যান্য সিনিয়র কূটনীতিক এবং কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে কানাডা সরকার, ২০২৩ সালে কানাড়ায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যা করার ঘটনায় ভারতকে দূষেছিল। কানাডা সরকার সে দেশে ভারতের দূতাবাসের প্রায় সকলকে স্বার্থের মানুষ হিসাবে ঘোষণা করেছিল।
কিন্তু, ভারত সরকার কানাডাকে প্রমাণ দাখিল করতে বলেছিল। সেই প্রমাণ দিতে না পারায় ভারত বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে সে দেশ থেকে হাই কমিশনার ও দূতাবাসের কর্মীদের ফিরিয়ে আনারহ সিদ্ধান্ত নিয়েছে।
 
					 
			 
		 
		 
		 
		