আমুদরিয়া নিউজ: হেডিংলেতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ়ে ১-০ এগিয়ে গেলেন বেন স্টোকসেরা। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ব্যাট করে ভারত করেছিল ৪৭১ রান। ভারতের প্রথম ইনিংসে শতরানের হ্যাটট্রিক। সেঞ্চুরি করেন যশস্বী জয়েসওয়াল (১০১), শুভমন গিল (১৪৭) এবং ঋষভ পন্থ (১৩৪)। জবাবে ইংল্যান্ড করে ৪৬৫ রান। মাত্র ৬ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত করে ৩৬৪ রান। সেঞ্চুরি করেন পন্থ এবং রাহুল। শুভমান গিলরা ইংল্যান্ডকে টার্গেট দেন ৩৭০ রান। ৩৭১ রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় বেন স্টোকসরা। জঘন্য ফিল্ডিং এবং ক্যাচ মিসের খেসারত দিতে হল ভারতকে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেলেও, দ্বিতীয় ইনিংস উইকেটহীন বুমরাহ। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।