আমুদরিয়া নিউজ: পারথে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে তিনি খাতা খোলেননি। দ্বিতীয় ওয়ানডেতেও একই পরিণতি। অ্যাডিলেডেও শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। মাত্র চার বল খেলে বার্টলেটের বলে ফিরতে হল তাঁকে। কোহলি যখন ফিরছেন, তখন অ্যাডিলেডের দর্শকেরা উঠে দাঁড়িয়ে হাততালি দেন। তাঁদের দিকে গ্লাভস তুলে ‘গুডবাই’ জানান কোহলি। মাথা নিচু করেই মাঠ ছাড়েন তিনি। অ্যাডিলেড কোহলির অন্যতম প্রিয় মাঠ। ভারতীয় হিসাবে অ্যাডিলেডে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট। এই মাঠ থেকেই ভারত অধিনায়ক হিসাবে তাঁর যাত্রা শুরু। বিরাট ভক্তদের আশা ছিল, কেরিয়ারের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে এসে কোহলি পয়া মাঠ হতাশ করবে না কোহলিকে। কিন্তু সেই আশা পূরণ হল না।