আমুদরিয়া নিউজ: আগামী ৮ জুলাই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতে পারে। সূত্রের খবর, সমস্ত কিছু শর্তাবলী মেনে নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চলেছে আমেরিকা। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে বলেন, “আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায়। গতকালই আমরা চিনের সঙ্গে চুক্তি সই করেছি। আরও একটা বড়সড় একটা চুক্তি করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে।” উল্লেখ্য, হোয়াইট হাউসের ক্ষমতায় এসেই শুল্কযুদ্ধের ঘোষণা করেন ট্রাম্প। ১০ শতাংশ বাধ্যতামূলক শুল্ক ছাড়াও ভারতীয় পণ্যে আরও ২৬ শতাংশ কর চাপিয়েছিলেন ট্রাম্প, তবে সেটি কার্যকরের দিনক্ষণ পিছিয়ে দেন মার্কি প্রেসিডেন্ট নিজেই। তবে ভারত চেয়েছিল ২৬ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিক আমেরিকা। সূত্রের খবর, দুপক্ষই বেশ কিছু পণ্যে কর কমাতে প্রস্তাব দিয়েছে।
