আমুদরিয়া নিউজ: ২০২৬ সালে ফের ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ভারতীয় বোর্ডের তরফে সাদা বলের ক্রিকেটের সূচি প্রকাশ করা হয়েছে। ভারত পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে। সেই সফরে ওয়ান ডে টিমে থাকতে পারেন বিরাট কোহলি, রোহিত শর্মা।
ভারতের সফরসূচি (টি-২০ ও ওয়ান ডে)
টি-২০ সিরিজ:
১ জুলাই: ডারহ্যাম (রিভারসাইড)
৪ জুলাই: ম্যাঞ্চেস্টার (ওল্ড ট্র্যাফোর্ড)
৭ জুলাই: নটিংহ্যাম (ট্রেন্ট ব্রিজ)
৯ জুলাই: ব্রিস্টল (সিট ইউনিক স্টেডিয়াম)
১১ জুলাই: সাউদাম্পটন (ইউটিলিটা বোল)
ওয়ান ডে সিরিজ:
১৪ জুলাই: বার্মিংহ্যাম (এজবাস্টন)
১৬ জুলাই: কার্ডিফ (সোফিয়া গার্ডেনস)
১৯ জুলাই: লন্ডন (লর্ডস)
সূচি অনুযায়ী, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। বাকি সব টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে রাত ১১টা থেকে। অন্যদিকে প্রথম দু’টি একদিনের ম্যাচ শুরু বিকেল ৫.৩০টা থেকে। তৃতীয় ম্যাচ শুরু দুপুর ৩.৩০ থেকে।