আমুদরিয়া নিউজ: প্রায় পাঁচ বছর পরে চিনা পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করছে ভারত! চিনের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই থেকে চিনা নাগরিকরা ভারতে ভ্রমণের জন্য টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে চিনা নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছিল ভারত। ওই সময়ে চিনা বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন চিনা অ্যাপ নিষিদ্ধ করা-সহ আরও বেশ কিছু পদক্ষেপ করে নয়া দিল্লি। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দু’টি পৃথক কর্মসূচিতে চিনে গিয়েছিলেন। কথা হয় চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও। এর পরেই ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চিনা বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবেই দেখছে।
