আমুদরিয়া নিউজ: চিনকে ৭ গোলে উড়িয়ে এশিয়া কাপ হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। শনিবার রাজগীরে চিনের বিরুদ্ধে লড়াইকে একপেশে বানিয়ে দিল ভারত। এদিন খেলা শুরুর চার মিনিটেই শিলানন্দ লাকরার গোলে এগিয়ে যায় ভারত। এর তিন মিনিট পরে দ্বিতীয় গোল করেন দিলপ্রীত সিং। ১৮ মিনিটে মনদীপ সিং ভারতের হয়ে তৃতীয় গোল করেন। গোল করেছেন রাজকুমার পাল, সুখজিৎ এবং অভিষেক। রবিবার হরমনপ্রীতরা খেলবেন গত বারের বিজয়ী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।