আমুদরিয়া নিউজ: পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দিল কেন্দ্র। ভারতে কেউ ওই চ্যানেল খুললে দেখা যাবে একটি নোটিস। তাতে লেখা, “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি নির্দেশে এখানকার বিষয়বস্তু বর্তমানে ভারতে দেখতে পাওয়া যাবে না।” অভিযোগ, পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল থেকে ভারত বিরোধী এবং উসকানিমূলক ভিডিও পোস্ট করা হচ্ছিল। ইতিমধ্যেই প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। সেই সেই তালিকায় রয়েছে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। দিন দুই আগে পাক প্রতিরক্ষামন্ত্রীর এক্স হ্যান্ডেলও ব্লক করেছে ভারত।
